হযরত মা ফাতেমা (রাঃ)-এর জীবনী বই - Part 21

হযরত মা ফাতেমা (রাঃ)-এর জীবনী বই - Part 21

হযরত ফাতেমা (রাঃ)-এর কতিপয় উপদেশ

প্রত্যহ মদীনা শরীফের অগনিত মহিলা নবী (সাঃ)-এর আদরের দুলালী- হযরত কাতেভুজ জোহরা (রাঃ)-এর নিকট তাঁর গুরুত্বপূর্ণ উপদেশ সমূহ শ্রবণের জন্য আগমন করতেন। 

আল্লাহ নৈকট্য হাসিলের জন্য তিনি আগত মহিলাদেরকে সাধারণত যে সকল উপদেশ দিতেন, তার মধ্যে প্রধান প্রধান মূল্যবান উপদেশ সমূহ নিম্নে বিবৃত হল। এই উপদেশ সমূহ যথাযথ ভাবে পালনের মাধ্যমে মহিলারা দুনিয়া ও আখেরাতের জীবনকে কল্যাণময় ও শান্তিময় করতে পারে। ইহাতে সন্দেহের লেশমাত্র নেই।
১. দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ গুপ্তপুজুর সহিত আদায় করবে।
২. রমজান মাসের রোজা কখনো ছাড়বে না। 
৩. দৈনিক কুরআন শরীফ তেলাওয়াত করবে।
৪. স্বামীর খেদমতে নিজেকে সদা ব্যাপৃতি রাখবে। 
৫. ভোরে স্বামীর পূর্বে নিজে বিছানা ত্যাগ করবে। 
৬. স্বামীর বেদনত করে বেহেশত কামাই করবে। 
৭. সদা-সর্বদা স্বামীর সাথে হাসি মুখে কথা বলে।

৮. স্বামীর দুঃখে-কষ্টে ভাগী হবে ।
৯. স্বামীর দোষ অন্বেষণ করা থেকে বিরত থাকবে । 
১০. স্বামীর মনে কষ্ট পায় এমন কাজ করবে না । 
১১. স্বামীর সামনে নম্র ও কোমল ভাষায় কথা বলবে ।
১২. অপ্রয়োজনীয আবদার করে স্বামীকে লজ্জা দেবে না ।
১৩. স্বামীর সাধ্যের বাইরে কোন কিছু তাঁর নিকট চাইবে না । 
১৪. কোন বিষয়ে স্বামীর সহিত এক করবে না ।
১৫. কখনও স্বামীর অবাধ্য হইবে না।

১৬. সাধ্যানুযায়ী শ্বশুর-শাশুড়ীর খেদমত করবে।
১৭. স্বামীর চেয়ে উচ্চস্বরে কথা বলবে না ।
১৮. স্বামী ডাকা মাত্রই তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হইবে । 
১৯. স্বামীকে সর্বদা খুশি রাখতে চেষ্টা করবে।
২০. স্বামী ছাড়া অন্য কারো সহিত হাসিমুখে কথা বলবে না ।
২১. স্বামীর ঘরে কখনো জিদ ও হঠকারিতা করবে না
২২. স্বামীর সথে কর্কশ ভাষা কথা বলবে না ।
২৩. স্বামীর প্রদত্ত কোন জিনিস পত্রে অসন্তুষ্ট হবে না ।
২৪. স্বামীর মন সন্তুষ্টির জন্য তাঁর ইচ্ছানুযায়ী বেচশ-ভূষা করবে এবং
সেজেগুজে বলবে।

২৫. স্বামীর সকল নিকট আত্মীয়দের সহিত উত্তম ব্যবহার করবে।
২৬. স্বামীর বিনা অনুমতিতে কাউকে কিছু খাওয়াবে না
২৭. নিন্দুকের নিন্দার প্রতি ভ্রূক্ষেপ করবে না ।
২৮. অপরের দোষ তালাশ থেকে বিরত থাকবে ।
২৯. সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
৩০. অসুস্থ পীড়িতদের সেবা করবে।
৩১. বেপরোয়াভাবে চলাফেলা করবে না ।
৩২. দুঃখীজনের প্রতি দয়া করবে।
৩৩. কখনো কারো গীবত করবে না।
৩৪. কাউকে সামনে ধিক্কার দিবে না ।
৩৫. প্রতিবেশীদের সাথে কখনো ঝগড়া করবে না । 
৩৬. কখনো আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না।

৩৭. বিপদে ধৈর্য্য ধারণ করবে।
৩৮. দুঃখ-কষ্ট পড়ে আল্লাহ্ প্রতি কটোক্তি করবে না ।
৩৯. আল্লাহ্র সাথে কোন কিছুর শিরক করবে না
৪০. সদা আল্লাহ ও রাসূলের উর বিশ্বাস রাখবে ।
৪১. তাক্বদীরকে কখনও গালি দিবে না ।
৪২. বিস্মিল্লাহ বলে সকল কাজ শুরু করবে ।
৪৩. প্রত্যেক কাজের শেষে আল্লাহর শোকর আদায় করবে।

৪৪. কোন দুঃখের সংবাদ শুনলে ‘ইন্নালিল্লাহ্ েওয়া-ইন্না ইলাইহে রাজেউন’
বলবে।
৪৫. কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ।
৪৬. সর্বদা মনে মনে যিকির করবে।
৪৭. কবরের শাস্তির কথা স্মরণ রাখবে ।
৪৮. পরকালের কথা স্মরণ করবে।
৪৯. পর্দাই নারীর ভূষণ ।
৫০. বেগানা পুরুষের সাথে কখনো একাকী বসবে না । 
৫১. কখনো ব্যভিচার বা যিনায় লিপ্ত হবে না । 
৫২. বড়দের অবশ্যই শ্রদ্ধা করবে।